এই সমাজ আজ কুলসিত 🫴🏻
ইদানীং মদ, গাঁজা, ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য-পণ্যের নিউজ করছে কেন জানেন?এই মদের কারখানা থেকে এবার এত টাকা রাজস্ব বেড়েছে, ওইখানে গাঁজা ওষুধ শিল্পে ব্যবহার করার দাবী।নানান কিছু 😴বাস্তবিক অর্থে এসবই প্রচারণার ধাপ মাত্র।It's called "The type of Marketing"কারণ আগামী প্রজন্মকে নেশাখোর উন্নত জাতি বানানোর জন্য।কেননা আমার ক্লাসে নয়ন স্যার বলত, "প্রচারেই প্রসারণ"একটি খারাপ জিনিসের ও যদি অতিরিক্ত প্রচার করা হয় তখন এটার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায়, কৌতূহল বশত হয়েও সেটার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে এটাই স্বাভাবিক।মানুষের ব্রেইন সাইকোলজি এভাবেই কাজ করে।ধরেন আমাকে নিয়ে কয়েকজন কিছুদিন সমালোচনা করল, আমাকে চিনে না।এভাবে আপনার ভেতর কৌতূহল তৈরি হবে, আমি লোকটা কেমন?কেন মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে!?এভাবে একসময় আপনি না চাইলেও আপনার ব্রেইন আমাকে নিয়ে চিন্তা করবে বা আমাকে নিয়ে ভাবতে থাকবে।এভাবেই আমার প্রতি আপনার কৌতূহলবশত আমার সাথে দেখা করা ইচ্ছা জাগবে🙂যেম্নেই হোক আপনি একসময় ঠিক আমার সাথে দেখা করেই ফেলবেন 🥀ঠিক এমনইটাই হবে, এই মাদকের গণমাধ্যমের প্রাচারের ফলস্বরূপ 🥀সমাজের দিকে তাকিয়ে দেখেন, গড় ১০০ জনের মধ্যে ৬০ জন অপ্রাপ্তবয়ষ্ক শিশুকিশোর আজ নেশার সাথে জড়িয়ে যাচ্ছে🫥সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয় সমাজকে চরমভাবে গ্রাস করছে।ভালো থাকুন🥀সুস্থ থাকুন 🥀সচেতন থাকুন🥀© Jahidul Hassan,#beingjahidulhassan#blogger#quoteoftheday#motivationmonday
